অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ওয়াহিদ হোসেনকে গাজীপুরে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রাপ্ত বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওয়াহিদ হোসেনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অপরদিকে পৃথক এক প্রজ্ঞাপনে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারকে (১৬৮৪২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিয়োগ করা হয়েছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওয়াহিদ হোসেনকে (২০৫৭৯) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য: বিসিএস ২৯তম ব্যাচের (ইকোনমিক) কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন ২০২১ সালের ৫ মে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যোগদান করেন। বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলায় কর্মরত আছেন। তিনি দলগতভাবে মানব উন্নয়ন শ্রেণিতে ২০২২ সালের ২৩ জুলাই বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সঙ্গে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন।
এরআগে ওয়াহিদ হোসেন উপপিরচালক হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে একীভূত হওয়া বিসিএস ইকোনমিক ক্যাডার থেকে ২০২০ সালের ১৮ আগস্ট অবমুক্ত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। এরপর ২০২১ সালের ২৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য তাঁকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদায়ন করা হয়।
আরো জানতে…………..
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমারকে সুরক্ষা সেবা বিভাগে পদায়ন