গাজীপুরে যোগদান করেছে নতুন এসপি কাজী শফিকুল আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজী শফিকুল আলম (বিপিএম) দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল গাজীপুরে যোগদান করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন পুলিশ সুপার কাজী শফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে পুলিশ সুপার কাজী শফিকুল আলম পুলিশ অফিস ও পুলিশ লাইন্স অস্ত্রাগারে সশস্ত্র সালাম গ্রহন ও পুলিশ লাইন্সে অবস্থিত ‘‘চেতনায় স্বাধীনতা” স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলম গাজীপুর জেলার সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট প্রধানের সাথে মতবিনিময় করেন।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুপার (ক্রাইম ও অপস্) মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ফারজানা ইয়াছমিন, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগে ৩ আগস্ট (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে চট্টগ্রাম জেলায় বদলি এবং কাজী শফিকুল আলমকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য: তিনি ২৫তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি দুই কন্য সন্তানের জনক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী কাজী শফিকুল আলম ২৫তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার স্ত্রী গৃহিনী। তিনি দুই কন্য সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। কাজী শফিকুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রীর ভগ্নিপতি।
কাজী শফিকুল আলম এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।