রাশিফল

আর্থিক ক্ষতির শঙ্কা মীনের, ব্যবসা শুভ মিথুনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম ও দাম্পত্যে বিপদের শঙ্কা। বাসায় শুভ সংবাদ আসতে পারে। উচ্চব্যক্তির সঙ্গে তর্ক। চাকুরীিরিররস্থানে অশান্তি।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম সমস্যার ফলে মানসিক অবসাদ। পাওনা অর্থ আদায় হতে পারে। ব্যবসায় ব্যস্ততা বহাল থাকবে।

মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেমে বিবাদ। ব্যবসা শুভ। বিবাহের যোগাযোগ আসতে পারে। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকরির স্থানে নতুন প্রচেষ্টা। প্রেম নিয়ে সমস্যা। ভাইবোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে বিবাদ। শেয়ার বাজারে লাভ বাড়তে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেমে মনে আঘাত। আয় ও ব্যয়ের সমতা ঠিক থাকবে না। ব্যবসায় অতিরিক্ত আশা কষ্টের কারণ হতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেমে মানসিক চিন্তা বৃদ্ধি। সম্পত্তি নিয়ে অশান্তি দেখা দেবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
উপহার প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাধা। চাকরির স্থানে সাহসের পরিচয় দিতে পারেন। যন্ত্রণা বা মাইগ্রেন সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রিয়জনের সঙ্গে তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। বিপদে আজ বন্ধুর সাহায্য পাবেন না।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। অর্থের ব্যাপারে সুবিধা পেতে পারেন। কর্মচারী নিয়ে কোনো রূপ সমস্যা বাড়তে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শত্রুর সঙ্গে সমঝোতার আলোচনা। বাসায় মুরুব্বির জন্য চিকিৎসায় ব্যয়। অংশীদারী ব্যবসায় বোঝাপড়া।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নীতির দিক দিয়ে পরিবর্তন কার্যকরী হবে। অংশীদারী ব্যবসায় লাভ বাড়তে পারে। কর্মে বিরক্তি। প্রেম নিয়ে সমস্যা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো প্রকার আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় লাভের মাত্রা ঠিক থাকবে না। কর্মস্থানে ব্যস্ততা। প্রেম যোগ মিশ্র।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button