সারাদেশ

উত্তরায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গাজীপুরের হালিমা(১৪) ও লক্ষীপুরের রুবি(১০) নামে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, ‘বুধবার ভোরে উত্তরা সেক্টর কল্যাণ সমিতির লোকজনদের দেখে রুবি ও হালিমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। পরে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘রুবি ওই বাড়িতে চার বছর কাজ করে চলে গিয়েছিলেন। এক দেড় বছর ধরে আবারও তিনি কাজ করছিলেন। একই বাড়িতে হালিমাও বছর দেড়েক ধরে কাজ করছিলেন। হালিমা গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকার নজরুল ইসলাম এর মেয়ে এবং রুবির লক্ষীপুর জেলার চন্দ্রগ্রামের করইতলা এলাকার মৃত হািফ এর মেয়ে।

বাড়ির গৃহকর্তা একজন পোশাক ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন বলে পুলিশকে জানান। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ছয় তলা বাড়িটির পাঁচ তলায় থাকেন গৃহকর্তা। পুলিশ বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, রুবি ও হালিমা ছাদে উঠছিলেন। তবে এর কারণ জানাতে পারেননি গৃহকর্তা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button