ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী খুন!
গাজীপুর কণ্ঠ : মহানগরের চান্দনা এলাকায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম শ্রাবণ (১৪) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সরু মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শ্রাবণ চান্দধরা এলাকার সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।
জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইসমাইল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রাবণ, ইমরান, তপু ও নাহিদসহ কয়েকজন বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলতে যায়। পরে ব্যাডমিন্টন খেলার কোর্টে বাতি লাগানোকে কেন্দ্র করে শ্রাবণের সঙ্গে তপু, নাহিদ ও জাহিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্রাবণকে বেধড়ক মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে নাহিদ কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রাবণকে ধাওয়া করলে শ্রাবণ দৌড়ে তাদের বাসায় যায় পরে ঘরে ঢুকে শ্রাবণকে ছুরিকাঘাত করে নাহিদ পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে পুলিশ আটক করা হয়েছে বলেও জানান তিনি।