গাজীপুর

অনন্ত গ্রুপের কারখানা উচ্ছেদে বাধা, অভিযানকারীদের উপর হামলা: পুলিশের ফাঁকা গুলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তুরাগ নদীর তীরে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অনন্ত গ্রুপের একটি কারখানা উচ্ছেদ করতে গেলে অভিযানকারীদের উপর হামলা করেছে কারখানার শ্রমিক ও কর্মকর্তারা।

পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে পুলিশ।

রোববার বহুতল ভবন, অবৈধ গার্মেন্টস কারখানা ও ডাইং ওয়াসিং স্থাপনা উচ্ছেদ করে বিআইডাব্লিউটিএ।

অভিযানকালে নদী দখল করে গড়ে উঠা অনন্ত গ্রুপের একটি কারখানা উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, দুপুরে টঙ্গীর বিসিক অনন্ত গ্রুপের প্যাড়াডাইস ডাইং ওয়াসিং এর ৭ তলা ও ৬ তলা ভবনটি উচ্ছেদ করলে কারখানার শ্রমিক ও কর্মকর্তা বাধা দেয়।

“এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ ও উদ্ধার অভিযানের অংশ নেওয়া লোকদের উপর ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। এর চার ঘণ্টা পর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন বিআইডাব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হাসনাত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হাসনাত বলেন, রোববার টঙ্গী নদীবন্দর টার্মিনাল থেকে মাউসাইদ মৌজার রশিদ অটোব্রিক্স পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ৩৪তম দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ছোট-বড় মিলিয়ে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বলে জানান তিনি।

“এর মধ্যে রয়েছে সাত তলা একটি, পাঁচ তলা একটি, দোতলা একটি, একতলা সাতটি, আধা পাকা ১০টি, টিন সেড-পাঁচটি, সীমানা প্রাচীর চারটি।”

অভিযানে এক একর জমিও দখলমুক্ত করা হয় বলে জানান হাসনাত।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button