গাজীপুর

মঠবাড়ীতে ৩০০ শষ্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সমবায় প্রতিষ্ঠান দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা (ঢাকা ক্রেডিট) ৩০০ শষ্যাবিশিষ্ট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল নির্মাণ করছে।

শনিবার কালীগঞ্জ উপজেলার মঠবাড়ীতে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ। সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও রেজিস্ট্রার মো. আব্দুল মজিদ। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মার্কুজ গমেজ এতে সভাপতিত্ব করেন।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা ক্রেডিট। ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল ঢাকা ক্রেডিটের একটি অন্যতম স্বাস্থ্যসেবা প্রকল্প। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্যই এই হাসপাতালের স্বাস্থ্যসেবার দ্বার থাকবে উন্মুক্ত।

কো-অপারেটিভ প্রতিষ্ঠানের পক্ষে নির্মিতব্য হাসপাতালের সিইও মেজর জেনারেল (অব.) জন গমেজ অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন। সঞ্চালনা করেন কো-অপারেটিভের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

অনুষ্ঠানে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ডাক্তার, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য, ঢাকা ক্রেডিট সমিতির উপদেষ্টা-শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button