মেষের প্রেম শুভ, বৃষের প্রেমে হতাশা
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে সহকর্মীরা সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেমের যোগ শুভ। আর্থিক ক্ষেত্রে বাধা। ব্যবসায়ে মিশ্র যোগ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম নিয়ে হতাশা। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় শুভ যোগ বর্তমান। আর্থিক উন্নতির যোগ।
মিথুন: (২২মে – ২১ জুন)
মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ে মিশ্র ফল লাভ। শিক্ষায় শুভ যোগ বর্তমান। প্রেমে সমস্যা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের বিষয়ে পারিবারিক দিক থেকে বাধা। নতুন কাজের সন্ধান। কর্মে উন্নতির যোগ। বাণিজ্য যোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেমে বন্ধুর সহযোগিতা। দাম্পত্য সুখের যোগ। ব্যবসায়ে নতুন সুযোগ। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দিনটাতে মেজাজ হারাতে পারেন। প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্য মিশ্র যোগ বর্তমান। ব্যবসায়ে শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা। কর্মে শুভ যোগ। বিদেশ যাত্রায় বাধা। পথ আঘাত।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা। প্রেম নিয়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। কর্মে উন্নতি। ব্যবসায়ে শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
চক্রান্তের কারণে আর্থিক ক্ষতি। আত্মীয়র দ্বারা ব্যবসায়ে সমস্যা সৃষ্টি। কর্মে মিশ্র প্রভাব। প্রেমে সফলতা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমে সাফল্য পেতে হলে ধৈর্য রাখতে হবে। পথে সাবধানতা অবলম্বন দরকার। কর্মে উন্নতির যোগ। শিক্ষা যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বিনোদনের সুযোগ। প্রেমে সাফল্যের যোগ। উপহার প্রাপ্তি। দাম্পত্য সমস্যার সমাধান। সুযোগের ব্যবহারে সাফল্য লাভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের সম্পর্কে সংশয় আসতে পারে। ভ্রমণের যোগ। আর্থিক লাভ। যাত্রা যোগ শুভ। ব্যবসায়ে শুভ।