কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড উম্মে হাফছা নাদিয়া

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে হাফছা নাদিয়াকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে বুধবার (০৬ জুলাই) কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তারকে সিনিয়র সহকারী কমিশনার পদে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াকে (১৮৪৩১) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।
(বিসিএস) ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে ২০২১ সালের ০১ অক্টোবর থেকে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে করিমগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করছেন।
উম্মে হাফছা নাদিয়ার নিজ জেলা লক্ষ্মীপুর।
আরো জানতে………
পদোন্নতি পেলেন কালীগঞ্জের এসি-ল্যান্ড শাহীনা আক্তার