কালীগঞ্জ পৌরসভার ৫৯ কোটি ৫১ লাখ টাকার বাজেট ঘোষণা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৮৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে কালীগঞ্জ পৌরসভা। যা আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর মিলনায়তনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এস. এম রবীন হোসেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।
এবারের বাজেটে আয়ের মূল খাত ধরা হয়েছে উন্নয়ন অনুদান। এ খাতে সরকার ও দাতা সংস্থার কাছ থেকে ৫২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩১ টাকা পাওয়ার প্রত্যাশা করছে পৌরসভা। ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪৪ লক্ষ টাকা। উদ্বৃত্ত থাকবে ৫ লক্ষ ৩৬ হাজার ৩১ টাকা।
এ ছাড়া নিজস্ব উৎস (রাজস্ব আয়) থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৪৪ হাজার ৮৩১ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬৪ লক্ষ ৭৭ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৩৭ লক্ষ ৬৭ হাজার ৮৩১ টাকা।
নিজস্ব উৎসের মধ্যে গৃহকর খাতে আয়ের প্রত্যাশা ধরা হয়েছে বকেয়াসহ ২ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা। অন্যান্য কর ও ফি খাতে আদায় করবে ৭৭ লাখ ৮৫ হাজার টাকা। হাটবাজার ইজারা দিয়ে আদায় হবে ২৪ লাখ টাকা।
বাজেটে মেয়রের বাড়ি ভাড়া বাবদ কোন ব্যয় নেই। তবে মেয়র ও কাউন্সিলরদের জন্য সম্মানীভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভার ইতিহাসে সর্বোচ্চ বাজেট হিসেবে ৫৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৮৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, স্ট্রিট লাইট ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, পৌর ভবন নির্মাণ, কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধ, মশক নিধন, হত দরিদ্রদের আর্থিক সামাজিক উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সী কার্যক্রম গতিশীল করণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন, জরুরী ত্রাণ ও স্যানিটেশন কার্যক্রম এবং হাট-বাজার উন্নয়নে উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সকল ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণসহ সকলের সহযোগিতা চাই।
উল্লেখ্য: ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট ছিল ২৯ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ৬৯৪ টাকা।
আরো জানতে…..
কালীগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রায় ৩০ কোটি টাকা
শপথ নিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র ও ১২ কাউন্সিলর
কালীগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
কালীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবীন হোসেনের জয়
পৌর নির্বাচন: ১৭ কেন্দ্রের মধ্যে ১০টিই ‘অধিক ঝুঁকিপূর্ণ’, পুলিশ, র্যাব এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
‘তথ্য গোপন’ করেছে হত্যা মামলার আসামি পরিমল, অন্য পাঁচজন বিভিন্ন পেশার
কালীগঞ্জে নির্বাচনী এলাকায় ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন
কালীগঞ্জ পৌর নির্বাচন: শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা
কেন্দ্র দখলের আশঙ্কা: ”সিসি ক্যামেরা স্থাপন ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা” নেয়ার দাবী
পৌর নির্বাচন: অর্থ-সম্পদ নেই, তবু ‘তথ্য গোপন’ রিপনের: শান্তা, জামান ও নাইম ব্যবসায়ী
কালীগঞ্জ পৌর নির্বাচন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক
কালীগঞ্জ পৌর নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ
কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখ
পৌর নির্বাচন: আতাব উদ্দীনের ‘ঋণ’ কোটি টাকা, বাদল এগিয়ে শিক্ষায়, আকরাম ব্যবসায়ী
পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থ-সম্পদে এগিয়ে আফসার, ‘তথ্য গোপন’ রয়েছে চান্দু মোল্লার!
পৌর নির্বাচন: হাসেম ভূইয়া এগিয়ে অর্থ-সম্পদে, মোমেন মামলায়, আরমান ‘অক্ষরজ্ঞান সম্পূর্ণ’
কালীগঞ্জ পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থে এগিয়ে স্বতন্ত্র, ব্যবসায়ী আ.লীগ, মামলায় এগিয়ে বিএনপি প্রার্থী
কালীগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল
খসড়া তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৩৯ হাজার ৮৩৫ জন, ভোট কেন্দ্র ১৭ টি
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন
কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ভোট ইভিএমে, থাকবে না সাধারণ ছুটি