গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি
নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান জেলা প্রশাসনের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বর্তমান সরকার নদী, পুকুর ,খাল, বিল সহ সকল প্রকার জলাশয় রক্ষা করতে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তুরাগ নদীর চারপাশে জেলা প্রশাসন, গাজীপুর এর সহায়তায় বিআইডব্লিউটিএ অবৈধ স্থাপনা উচ্ছেদ এর কার্যক্রম পরিচালনা করছে।
এমতাবস্থায় যদি আপনাদের কোন স্থাপনা অবৈধভাবে তুরাগ নদীর আশেপাশে থেকে থাকে তাহলে তা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
অভিযান পরিচালনায় সহায়তা করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।
যদি কেউ তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেন অথবা বাধা প্রদান করেন সে ক্ষেত্রে জেল জরিমানা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি ‘জেলা প্রশাসক গাজীপুর’ থেকে এ আহ্বান জানানো হয়েছে।