গাজীপুর
টঙ্গীতে তুরাগ তীরের ৪৬ ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেল ব্রিজ এলাকায় তুরাগ নদের উভয় তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে তিন ডজনের বেশি বহুতল ভবন রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নদীর দুই একর জায়গা দখল মুক্ত বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, মোট ১১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে একটি পাঁচতলা, তিনটি চারতলা, সাতটি তিনতলা, ১৫টি দোতালা ও ২০টি একতলা ভবন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন।তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ।