ডিএমপি’র ছয় পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে
গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। যাদের মধ্যে দুজন অফিসার ইনচার্জ (ওসি) রয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের এক আদেশে এই রদবদল করা হয়।
ডিএমপি’র দারুসসালাম থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুজ্জামানকে কাফরুল থানার অফিসার ইনচার্জ , কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিনকে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ, দারুসসালাম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলমকে কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে দারুসসালাম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামানকে ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ও সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মন্ডলকে ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।