পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ক্রোকারিজ নয়, বই দেওয়ার নির্দেশনা
গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজিত প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানে পুরস্কার হিসেবে সাধারণত ক্রোকারিজ সামগ্রী দেওয়া হয়। বিষয়টি আমলে নিয়ে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চিঠিটির অনুলিপি প্রকাশ হয়েছে।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেব বই অথবা শিক্ষা সহায়ক উপকরণ দেওয়ার সুপারিশ করা হয় সেখানে।
পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আবদুল মান্নান স্বাক্ষরিত বুধবারের ওই চিঠিতে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে বিদ্যালয়গুলোর সহশিক্ষাক্রমিক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়।
এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের শিখন-শেখানোর কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রেক্ষিতে গুণগত শিক্ষা অর্জনের লক্ষ্যে সকল অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বয়স উপযোগী মানসম্মত বই অথবা শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হলো।”
নির্দেশনাটিকে ‘বিষয়টি অতীব জরুরি’ বলে উল্লেখ করা হয়। চিঠিটি সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।