রাশিফল

কর্কটের কর্মে শুভ, ধনুর সঞ্চয়ে

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মে অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে নিজেকে তুলে ধরতে পারবেন। ঊর্ধ্বতন ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে ও পরিবারে সমন্বয় বজায় থাকবে। ঊর্ধ্বতনরা খুশি এবং সন্তুষ্ট।

মিথুন: (২২মে – ২১ জুন)

আর্থিক ক্ষেত্র দিনটি শুভ। বিভিন্ন ক্ষেত্রে সফলতা। প্রেম নিয়ে সাবধানতা। ব্যবসায়ে শুভ। শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরিবারের মতবিরোধ। প্রেমের প্রস্তাবের পরিকল্পনায় বাধা। যাত্রাযোগ শুভ। ব্যবসায়ে হঠকারী সিদ্ধান্ত। কর্মে শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

অহেতুক রাগ বাড়ির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে। মেজাজ ও কথা নিয়ন্ত্রণহীন। প্রেমযোগ শুভ। ব্যবসায়ে সফলতা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কর্মে পরিস্থিতি অপ্রীতিকর। ধর্মীয় কাজে ব্যয় হতে পারে। ব্যবসায়ে আর্থিক লাভের সম্ভাবনা। প্রেমযোগে বাধা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

নতুন কাজ শুরু করার জন্য নক্ষত্ররা অনুকূল নয়। দিনটিতে বিরক্তিতে কাটতে পারে। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ব্যবসায়ে বাড়তে থাকা সমস্যা মানসিকভাবে ভারাক্রান্ত করে তুলবে। চাকুরীজীবীরা পরিশ্রমের যথাযথ ফল পাবেন। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সঞ্চয় যোগ শুভ। লক্ষ্যে স্থির থাকার মানসিকতা, দৃঢ়তা ও আত্মবিশ্বাস কাজে সাফল্য পেতে সাহায্য করবে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

পেশাগত ক্ষেত্রে ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অনুষ্ঠানে আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কাজের পরিবেশ খুব একটা অনুকূল হবে না। কাজ শেষ করতে দেরি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button