জাতীয়
রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ-এপিডি অনুবিভাগ) সচিব মো. আনিছুর রহমান মিঞা।
বুধবার (১৮ মে) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ৪ জুন থেকে এ নিয়োগ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্য আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।