খেলাধুলা

শিরোপা থেকে তিন পয়েন্ট দূরে বার্সা

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : চলতি মৌসুমে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অনেকদিন ধরেই। কাল আলাভেসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে গেছে আর্নেস্তো ভালভার্দের দল।

আর তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা। আগামী শনিবার ঘরের মাঠে লেভান্তেকে হারাতে পারলেই কাজটা হয়ে যাবে। অবশ্য বার্সার শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আজই, যদি দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায়।

আলাভেসের মাঠে লিওনেল মেসি, জরদি আলবা, ইভান রাকিটিচকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ ভালভার্দে। লুইস সুয়ারেজ, ফিলিপে কুতিনহো, উসমান ডেম্বেলেরা অবশ্য মেসির অভাব বুঝতে দেননি।

ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই অন্তত দুই গোল পেতে পারত বার্সা। কিন্তু সুয়ারেজ, সার্জিও রবার্তোর প্রচেষ্টা রুখে দেন আলাভেসের গোলরক্ষক ফার্নান্দো পাচেকো। গোলশূন্য স্কোরলাইনে কেটে যায় প্রথমার্ধ।

অবশেষে ৫৪ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস অ্যালেনা। রবার্তোর পাস ছেড়ে দেন সুয়ারেজ। ডি বক্সে বল পেয়ে বাঁ পায়ের মাপা শটে বার্সাকে এগিয়ে দেন অ্যালেনা।

তিন মিনিট পর ফ্রি কিক থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে জালে পাঠান জেরার্ড পিকে। তবে বল আগেই আলাভেসের স্ট্রাইকার পেনিয়ার হাতে লাগায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৬০ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ।

পরের মিনিটেই ডেম্বেলেকে তুলে মেসিকে মাঠে নামান বার্সা কোচ। মাঠে নামার সাত মিনিটের মাথায় গোল পেতে পারতেন মেসি। কয়েকজনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে শট নেন আর্জেন্টাইন তারকা। কিন্তু তার শট গোলরক্ষকের হাতে লাগার পর পোস্টে লাগে।

এই জয়ে অ্যাটলেটিকোর চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সা। ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৮। ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button