আন্তর্জাতিকআলোচিত

ইরাকে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের নির্মূলে উত্তর ইরাকে সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামরিক অভিযানে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ভূমিতে কমান্ডোদের ব্যবহার করা হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় হুলুসি আকার সোমবার (১৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

আঙ্কারার দাবি, সামরিক অভিযানে কুর্দিদের কয়েকটি বাঙ্কার, সুরঙ্গ ও গোলাবারুদের কারখানা সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া উত্তর ইরাকের সীমান্তবর্তী এলাকা মেতিনা, জেপ এবং অ্যাভাশিক-বেসাইনে অবস্থিত পিকেকের সামরিক কার্যালয়ও ধ্বংস করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বার্তাসংস্থা এপিকে বলেন, ‘যেমনটি আমরা পরিকল্পনা করেছিলাম, আমাদের অভিযান সফলতার সঙ্গে চলছে। প্রথম ধাপের অভিযানে আমরা যেসব লক্ষ্য ঠিক করেছিলাম তা অর্জিত হয়েছে।’ তবে ওই সামরিক অভিযানে কতসংখ্যাক সেনা বা কি পরিমাণ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জাননি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button