আন্তর্জাতিক

‘পবিত্র স্থাপনাগুলোয় আগ্রাসনের কারণেই ইসরাইল ধ্বংস হয়ে যাবে’

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলকে ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থাপনাগুলোতে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মোহাম্মাদ আল-হারাজিন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলি সেনাদের সন্ত্রাসবাদ ও দমন অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণের মধ্যে প্রতিরোধকামী মনোভাব শক্তিশালী হবে।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আল-আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম ক্বেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।

ইসলামি জিহাদ আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনি মুসল্লিরা শুক্রবার আল-আকসা মসজিদের ফজরের নামাজে অতিরিক্ত সংখ্যায় সমবেত হয়েছিলেন।

আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের হামলার প্রতিবাদে গাজা উপত্যকায় ব্যাপক বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মাদ আল-হারাজিন। জিহাদ আন্দোলনের এই নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের জীবন ও পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর কারণেই ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, গত বছর রমজান মাসে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে যে আল-কুদস শোর্ড অপারেশন শুরু হয়েছিল প্রয়োজনে তা আবার চাঙ্গা করা হবে।

২০২১ সালের রমজান মাসেও আল-কুদস মসজিদে ইসরাইলি সেনারা আগ্রাসন চালিয়েছিল যার পরিণতিতে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়।এর ফলে দু’পক্ষের মধ্যে কয়েক দিনব্যাপী যুদ্ধে বহু মানুষ হতাহত হয়। ওই যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button