গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি
রমজান উপলক্ষে ‘দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা’ অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে গাজীপুরে ‘দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা’ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জেলার ব্যবসায়ীরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় জেলা প্রশাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব সংশ্লিষ্ট বিভাগকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গাজীপুর কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ সবাইকে অবহিত করেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল ২০১৯) ‘জেলা প্রশাসক গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুক আইডিতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।