দুর্ঘটনার যোগ বৃশ্চিকের, বন্ধু-বান্ধবের হাতে প্রতারিত হতে পারেন মীন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে দালাল বা ফড়িয়ার প্রভাবে জায়গাজমি-সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
বৃষ : আজ আপনার ব্যবসাক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হোন। দ্রুত লাভের আশায় অনৈতিক পথ পরিহার করুন।
মিথুন : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসনড়ব। ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে। পার্টিতে উচ্চ কোনো পদ পাবেন।
কর্কট : সন্তানের সফলতা আপনাকে গর্বিত করবে। আজ আপনার দূরের যাত্রা শুভ। অনূঢ়া কন্যার সম্বন্ধ আসতে পারে। প্রবীণের পরামর্শ নিন।
সিংহ : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিটিংবাজের পাল্লায় পড়বেন। সাবধান হোন।
কন্যা : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবে। বিষয়টি লুকিয়ে না রেখে প্রবীণের সাহায্য প্রার্থনা করুন। বাজারে বহু ওষুধ বর্তমান।
তুলা : আপনার বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন। পরস্ত্রীর লোভ পরিত্যাজ্য।
ধনু : ভিসা সংক্রান্ত কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। একটু ধৈর্যসহকারে ভ্রমণবিষয়ক দলিলাদি সংগ্রহ করুন। বিদেশযাত্রা শুভ।
মকর : শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে সফলতার যোগ রয়েছে। বন্ধুর আমন্ত্রণে বড় কোনো রপ্তানির সুযোগও পেতে পারেন। ব্যবসায়ে অর্থ যোগ রয়েছে।
কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। দয়িতার পারিবারিক বাধা ঘুচবে। আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও আনন্দদায়ক।
মীন : টাকাপয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। আবেগে আপ্লুত হয়ে সিদ্ধান্ত নয়। বন্ধু-বান্ধবের হাতে প্রতারিত হতে পারেন।