শাকিবের রাজত্ব সিয়ামের হানা
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও সিয়াম আহমেদ। দীর্ঘ বছর চলচ্চিত্রে শাকিব খানের রাজত্ব চলছে। সম্প্রতি সেই রাজত্বে কিছুটা হলেও হানা দিয়েছে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। কারণ ইতিমধ্যেই বেশকিছু সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই নায়ক।
তবে শাকিব ভক্তরা অবশ্য এটা মানতে নারাজ। তারা মনে করেন শাকিব খানের সঙ্গে কারও তুলনা চলে না। শাকিব ভক্তরা এসব না মানলেও বিতর্কে জড়াতে চান না সিয়াম ভক্তরা। তারা মনে করেন কথায় নয়, কাজ দিয়েই সব প্রশ্ন ও তর্কের জবাব দেবে তাদের প্রিয় নায়ক সিয়াম আহমেদ।
এবার সেই প্রশ্ন ও তর্কের অবসান হতে চলেছে আসছে রমজানের ঈদে। কারণ এই ঈদেই শাকিব খান ও সিয়াম আহমেদ মুখোমুখি হতে যাচ্ছে। তাই এবার ঈদেই প্রমাণ মিললে কার সিনেমা দর্শকরা বেশি দেখে। কাকে নিয়ে বেশি আলোচনার রঙ উড়ে সিনেমার আকাশে।
দীর্ঘদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের নতুন সিনেমা মুক্তি পায়নি। জানা গেছে, আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
অন্যদিকে শাকিব খান অভিনীত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘বিদ্রোহী’ মুক্তির কথা রয়েছে ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। শাকিব খানের সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও মৃদুলা।
শাকিব খানের দুইটি সিনেমা বিপরীতে চিত্রনায়ক সিয়াম অভিনীত একটি সিনেমা মুক্তি পাবে ঈদে। বিগ বাজেটের এই সিনেমার ‘শান’। এখানে সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। জানা গেছে, পুলিশি অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি ইতিমধ্যেই হল বুকিংও শুরু হয়েছে।
এম এ রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা র বিশ্বাস প্রমুখ।
সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
এ সম্পর্কে সিয়াম আহমেদ বলেন, ‘শান সিনেমাটি অনেক বড় প্রজেক্ট। অনেক এফোর্ট দিয়ে পুরো টিম সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শকদেরও বেশ আগ্রহ রয়েছে সিনেমাটি নিয়ে। আশা করি ঈদে দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে। আমার বিশ্বাস শান সবার মন জয় করবে।’