গাজীপুর
কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা, সাধারণ সম্পাদক পারভিন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জুয়েনা আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহফুজা পারভিন।
সোমবার (১৪ মার্চ) উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন।
সম্মেলনের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন।
উল্লেখ্য: জুয়েনা আহমেদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ছিলেন।