বিজ্ঞান ও প্রযুক্তিরাশিফল

ফেসবুক কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন হাইকোর্টের

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও কনটেন্ট প্রকাশ ও পোস্ট নিয়ন্ত্রণে করণীয় খুঁজতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটিকে প্রয়োজনীয় সুপারিশসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেনের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে (বৃহস্পতিবার ১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পিটিশনে আরিফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউব পোস্টে ভিডিও ও লিখিত আকারে এমন সব কনটেন্ট রয়েছে, যা জনশৃঙ্খলার বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করে। এটি বাংলাদেশের নিরাপত্তা এবং বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থের পরিপন্থী।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আদেশের পর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, কোনো অথেনটিক তথ্য-উপাত্ত ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের সাধারণ নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে যে মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়, সেগুলো নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া হয়েছে। এ কমিটির সুপারিশ প্রতিবেদন আকারে ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

১০ সদস্যের এ কমিটিতে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button