গাজীপুর

পূবাইলে ‘গড়ে উঠা’ চোলাই মদের কারখানা গুড়িয়ে দিয়েছে পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে বালু নদীর কয়েকটি স্পটে ভাসমান ডিঙি নৌকায় ‘গড়ে উঠা’ চোলাই মদ তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে পুলিশ।

শনিবার বেলা তিনটার দিকে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশ।

অভিযানে পূবাইলের উজিরপুরা এবং সাতানীপাড়া এলাকায় বালু নদী থেকে চোলাই মদ তৈরির গুড় ভর্তি প্রায় ৮০টি মটকা এবং ১১ বস্তা গুড় উদ্ধার করে গুড়িয়ে দিয়ে মদ জ্বাল দেওয়ার চুলাসহ ৫টি ডিঙি নৌকা পুড়িয়ে দিয়েছে পুলিশ।

gazipurkontho

জিএমপি’র পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়াসহ স্থানীয়রা।

এর আগে ২০১৮ সালের ১০ নভেম্বর ‘পূবাইলে বালু নদীতে ভাসমান ডিঙি নৌকায় গড়ে উঠেছে দেশি মদের কারখানা’ শিরোনামে একটি প্রতিবেদন ‘গাজীপুর কণ্ঠ’ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, পূবাইল থানার উজিরপুরা,ডিমাডি, ছিপলিয়া এবং কালীগঞ্জ থানার পশ্চিম সীমানার ধনুন ও পিপলিয়া গ্রামের বালু নদীতে ভাসমান অবস্থায় প্রতি রাতেই চোলাই মদ তৈরির হতো।

এছাড়াও চোলাই মদ তৈরির ভাসমান কারখানায় উৎপাদন বংশপরম্পরায় ২০-৩০ বছর ধরে চলে আসছিল। যদিও এদের কয়েকজন এখন পরলোকে। তবু থেমে ছিল না তাদের মদ তৈরির কাজ।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমরা খুবই কঠোর অবস্থানে থেকে নির্মূলে অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান চালানো হয়েছে। মদ তৈরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button