অর্থনীতিআইন-আদালতআলোচিত

অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামস-উল ইসলাম ও তার স্ত্রী নাসরিন হাসান চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোহাম্মদ শামস-উল ইসলামের বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে তাদের চলমান, সুপ্ত ও বন্ধ হিসাবের তথ্য বুধবারের (২৩ ফেব্রুয়ারির) মধ্যে দুদক প্রধান কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ব্যাংক হিসাব তলবের কারণ হিসেবে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, ঘুষ গ্রহণ, নিয়োগে অনিয়ম ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচার করার অভিযোগ রয়েছে মোহাম্মদ শামস-উল ইসলামের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এর আগে গত ২০১৬ সালে মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অগ্রণী ব্যাংকের ১৮ কর্মকর্তাকে তলব করেছিল দুদক। সে সময় অগ্রণী ব্যাংকের বর্তমান এমডির ব্যাংক হিসাবও তলব করা হয়েছিল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button