কৃষি গবেষণা’র কোয়াটারে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কোয়াটারের ভেতর ঢুকে আনসারুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনসারুল ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেববাড়ী এলাকার মজিবুর রহমানের ছেলে।
জিএমপি’র সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, নিহত আনসারুলের স্ত্রী আয়শা সিদ্দিকা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তার নামে বরাদ্দকৃত স্টাফ কোয়ার্টারের গোমতি ভবনের তৃতীয় তলায় সপরিবারে থাকতেন। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতর একটি ক্যান্টিনে চাকরি করতেন। রাতে ওই কোয়াটারের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আনসারুলকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।