পথিমধ্যে বিবাদে জড়াবেন না বৃষ, চিটিংবাজের হাতে পড়তে পারেন মীন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : স্ত্রীর কোনো নিকটাত্মীয় জায়গাজমি বিষয়ে শকুনিমামার ভূমিকা পালন করবে। তবে পরিবারের প্রবীণের পরামর্শে দুর্ভাবনা কেটে যাবে।
বৃষ : কর্মক্ষেত্র থেকে বিশ্রামের জন্য ভ্রমণে স্থলপথের চেয়ে নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে। পথিমধ্যে বিবাদে জড়াবেন না। এখন সুসময়।
মিথুন : এ সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। হঠাৎ খুশির ঝলকানির মতো আর্থিকভাবে লাভবান হবেন।
কর্কট : এ সপ্তাহটা কর্কটের জন্য একটু কণ্টকময়। জাতক দুর্ঘটনার শিকার হয়ে ঋণগ্রস্ত হতে পারেন। সাবধানের মার নেই। সাবধান হোন।
সিংহ : অবিশ্বাস্য হলেও সত্যি, বিপরীত লিঙ্গের জাতক অলৌকিকভাবে আপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। মনোবাসনা পূর্ণ হবে।
কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও আরও মোহনীয় রূপে ধরা দেবে।
তুলা : ভালোবাসার ক্ষেত্রে বিরক্তিকর অযাচিত বাধা সরে দাঁড়াবে। পরিবারের প্রবীণের পরামর্শে আপনাদের জীবন মধুর হবে।
বৃশ্চিক : আজকাল প্রায়ই ফোনালাপ ফাঁস হচ্ছে। পরকীয়ায় না জড়ানোই ভালো। এতদিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে।
ধনু : ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু অনূঢ়ার অন্যত্র সরে যাওয়ার কারণে আপনাদের ভুলের শেষ হবে।
মকর : পুংলিঙ্গের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। জায়গাজমি বা নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।
কুম্ভ : স্বামী-স্ত্রী স্বাভাবিক নিয়মে মিলনে অংশ নিন। কোনো প্রকার টয় ব্যবহার করবেন না। স্পর্শকাতর স্থানে আঘাত পেতে পারেন।
মীন : আর দুশ্চিন্তা নেই, অবসরের এককালীন টাকায় নিজের একটা আবাসন। তবে সাবধান, চিটিংবাজের হাতে পড়তে পারেন।