কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মোক্তারপুর এলাকায় চরসিন্দুর ব্রিজে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম (১৮) নামে এক তরুণের মৃত্যু ও এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ইটাখোলা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাসেরা গ্রামের ফটিক মিয়ার ছেলে। আহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত মাসুম বিকেলে ইটাখোলা-জয়দেবপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। বিকেল সোয়া চারটার দিকে মোক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে থাকা চরসিন্দুর ব্রিজ অতিক্রম করছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু এবং এক শিশু আহত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, নিহত মাসুম বিকেলে মোটরসাইকেল চালিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। সোয়া চারটার দিকে চরসিন্দুর ব্রিজের পশ্চিম পাশে কালীগঞ্জ থানা এলাকায় উঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরসুমের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় লাশ উদ্ধার করা হয়েছে। তবে আহত শিশুর বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর অটোরিকশা পালিয়ে যায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।