কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ভৈরব রেলরুটের কালীগঞ্জের চুয়ারিয়াখোলা এবং পূবাইলের তালটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ও দুপুরে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় নরসিংদী রেলওয়ে পুলিশ।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি। চুয়ারিখোলা এলাকায় নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর এবং তালটিয়া এলাকায় নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী ও স্থানীয়রা জানান, সাকালে পূবাইলের তালটিয়া রেলক্রসিংয়ের অদূরে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সি ওই যুবক। এতে দুই পা, দুই হাত দেহ থেকে বিচ্ছন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাকাল ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল ১৮ বছর বয়সি অজ্ঞাত ওই যুবক। কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় পৌঁছলে তিনি হুক থেকে ট্রেনের নীচে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুপুর পৌণে একটার দিকে লাশ উদ্ধার করা হয়।