মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে পূবাইলে মানববন্ধন
গাজীপুর কণ্ঠ : ফেনীর সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে পূবাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টংগী-কালিগঞ্জ-ঘােড়াশাল সড়কের পূবাইলে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ‘আব্দুলাহ ক্যাডেট একাডেমি’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগরের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, আব্দুলাহ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, পরিচালক সাদিয়া জামান, শেফালি কবির, অনয় চন্দ্রঘোষ, জাকির হোসেন প্রমুখ।
বক্তব্য মোমেন মিয়া বলেন, মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা সহ যাদের প্ররোচনায় নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হক।
মনিরুজ্জামান বলেন, এমন ঘটনায় আমরা শিক্ষক সমাজ আজ লজ্জিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে আহব্বান দেশে এই ধরনের ঘটনা যেন পুনরায় আর না ঘটে। তাই হত্যাকারীদের ঘৃণা নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত সকল ঘাতকদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারকে আহ্বান জানাচ্ছি।
বক্তরা এই হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা এ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত তাদের সকলকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং স্থানীয়রা।