সংবাদ বিজ্ঞপ্তি
চিলাই নদীর খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নদী, পুকুর ও সকল প্রকার জলাশয় রক্ষার অংশ হিসেবে চিলাই নদীর খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ। অপরদিকে বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রিয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নদীসহ সকল প্রকার জলাশয় রক্ষার জন্য কাজ করতে সকলে আহবান জানান।
বৃহস্পতিবার (১৮এপ্রিল ২০১৯) ‘জেলা প্রশাসক গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুক আইডিতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।