গাজীপুরে ঝোপে মিললো অপহৃত কর্মকর্তার লাশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝোপ থেকে আব্দুল বারী (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা।
রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল বারী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গোপীনাথপুর এলাকার আব্দুস শাকুরের ছেলে। তিনি দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আব্দুল বারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ৩ জানুয়ারি সকালে আব্দুল বারী খেজুরের রস সংগ্রহ করতে বাসা থেকে বের হয়ে চাপুলিয়া এলাকায় যায়। পরে আর বাসায় ফিরে আসেনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ওইদিন তার স্ত্রী জোসনেয়ারা পারভিন বাদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে একটি বিদেশি নাম্বার থেকে নিখোঁজ বারীর ফুফাতো ভাই অলিউল্লাহর মোবাইল নাম্বারে অজ্ঞাত ব্যক্তি কল করে জানায় রাবী তাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে গত ৭ জানুয়ারি অপহৃত বারীর স্ত্রী জোসনেয়ারা পারভিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন [মামলা নং ১১ (১)২২]।
জিএমপি’র সদর থানার পরিদর্শক (তদন্ত) রাফিউল হক বলেন, রোববার সকালে চাপুলিয়া এলাকায় রেললাইন পাশের ঝোপে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এরপর নিহতের স্বজনরা লাশটি আব্দুল বারীর বলে শনাক্ত করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।