গাজীপুরের ডিসি তরিকুল ইসলামকে ‘বাংলাদেশ সার্ভিসেস লি:’-এর সচিব পদে নিয়োগ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস. এম. তরিকুল ইসলামকে প্রেষণে ‘বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড’-এর সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস. এম. তরিকুল ইসলামকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, ”রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এস. এম. তরিকুল ইসলামকে (৬৮৭২) প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড’-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।”
(বিসিএস) ২০ তম ব্যাচের কর্মকর্তা এস. এম. তরিকুল ইসলাম ২০১৯ সালের ২৩ জুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে গাজীপুরে যোগদান করেন।
এ সংক্রান্ত আরো জানতে….
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন গাজীপুরের ডিসি তরিকুল ইসলাম
জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছেন এস. এম. তরিকুল ইসলাম
গাজীপুরের নতুন ডিসি এস. এম. তরিকুল ইসলাম