সারাদেশ
আগুনে পুড়ল মালিবাগ কাঁচাবাজারের ১০০ দোকান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরে গেছে বাজারের প্রায় ১০০ দোকান।
বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই আগুনে পুরে গেছে বাজারে প্রায় ১০০ দোকান। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্তের শিকার এক দোকানদার বলেন, পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। এরপরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।