কালীগঞ্জে কর্তব্যরত অবস্থায় গ্রাম পুলিশের এক সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়েছে ব্যবসায়ী!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বোয়ালী এলাকায় কর্তব্যরত অবস্থায় গ্রাম পুলিশের এক সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রাম পুলিশের আহত সদস্যের নাম রাকিব হোসেন (২৯)। তিনি তুমুলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের রহিমের ছেলে। রাকিব হোসেন তুমুলিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করেন।
অভিযুক্তরা হলো, দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মৃত আনোয়ার হাসেনের ছেলে হানিফ মিয়া (৪৫) এবং বোয়ালী এলাকার মৃত হেকিম উদ্দিন ভূঁইয়ার ছেলে কামরুল ভুঁইয়া (৪০)।
হানিফ মিয়া লড়ি চালক এবং কামরুল ভূঁইয়া মাটি ও বালুর ব্যবসা করেন বলে জানা গেছে।
হামলার ঘটনায় গ্রাম পুলিশের আহত সদস্য রাকিব হোসেন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তুমুলিয়া ইউনিয়নের তুমুলিয়া-সোম-বর্তুল সড়ক দিয়ে লড়ি চলাচল বন্ধ ঘোষণা করে মাইকিং করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রাম পুলিশের সদস্য রাকিব হোসেন বোয়ালী এলাকায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করার সময় নিষেধাজ্ঞা অমান্য করেই সড়ক দিয়ে ইট বোঝাই লড়ি চলাচল করছিল। সে সময় সড়ক দিয়ে লড়ি চলাচল না করার জন্য অনুরোধ করে গ্রাম পুলিশ রকিব। পরে লড়ি চালক হানিফ মিয়া অভিযুক্ত কামরুল ভূঁইয়াকে ডেকে এনে গ্রাম পুলিশ রকিবকে গালিগালাজ করে। একপর্যায়ে বাঁশের লাটি দিয়ে রাকিবের উপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে কামরুল। এতে রাকিবের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর রাকিবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, সকাল ৮টা ৫০মিনিটে আহতাবস্থায় রাকিব হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। সে মাথায় এবং পায়ে আঘাতপ্রাপ্ত ছিল। তার মাথায় সেলাই করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, অভিযোগ দায়ের পর ঘটনার প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জে ঝুঁকিতে বেড়িবাঁধ, অবশেষে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন
কালীগঞ্জে এক প্রকল্পেই বদলে দিলো ইতিহাস, জীবনযাত্রায় এসেছে আমুল পরিবর্তন