ইউপি নির্বাচন নাগরী: নৌকা প্রতীকে ১৮ হাজার ১২২ ভোট পেয়ে অলি বিজয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১৮ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩২৮ ভোট।
নির্বাচনে সর্বমোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৩ হাজার ৮৮১ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ২৩ হাজার ৬৪৪ ভোট। আর বাতিল হয়েছে ২৩৭ ভোট।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নূর।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ১৫ হাজার ৫২৬ জন পুরুষ ও ১৫ হাজার ১৭১ জন মহিলা ভোটার রয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত একযোগে মোট ৯ ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৮৭টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১৮ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩২৮ ভোট। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত মোমেন মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট।
এছাড়াও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী সদস্য পদে ১৪ প্রার্থী এবং ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত: ২০২০ সালের ২০ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
এ সংক্রান্ত আরো জানতে…………..
ইউপি নির্বাচন নাগরী: মাছ চুরির পর এবার তিন প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা!
ইউপি নির্বাচন নাগরী: চাঁদা দাবি ও মাছ চুরির অভিযোগে তিন প্রার্থীরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা!
ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করে মাহফিলে ভোট প্রার্থনা, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে সতর্ক করেছে রিটার্নিং কর্মকর্তা
নাগরী ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ
কালীগঞ্জের নাগরীসহ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর
নাগরী উপনির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী
নাগরী উপনির্বাচন: ‘রাতে সিল মারা ঠেকাতে’ কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ
নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন