কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ ভূঁইয়া (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম মারুফ ভূঁইয়া জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা এলাকার মতিউর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের বাবা মতিউর রহমান ভূঁইয়ার বলেন, ভোর ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় শেষে মারুফ তার ঘরেই অবস্থান করছিল। সকালে ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় তাকে ডাকাডাকি করলে সে কোন উত্তর দেয়নি। পরবর্তীতে জানালার ফাঁকা অংশ দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর দরজার ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তবে কি কারণে সে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কেউ কোনো তথ্য জানাতে পারেনি।
মতিউর রহমান ভূঁইয়ার বলেন, মারুফ তার ঘরে ফ্যানের সঙ্গে তার গায়ের পরিহিত চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।