পূবাইলে সড়কের পাশে মিলল অটো চালকের লাশ, পুলিশের ধারণা ছুরিকাঘাতে হত্যা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলে সড়কের পাশে থেকে রমজান ভুঁইয়া (৩০) নামে এক আটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূবাইলের ইছালি এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল হোসেন।
নিহত রমজান ভুঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহাজমপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। তিনি মহানগরের হাড়িনাল এলাকার আব্দুল আজিজুলের ভাড়া বাসায় থেকে আটো রিকসা চালাতেন।
পুলিশ ও স্থানীয় বলেন, সোমবার সকালে পূবাইল-জয়দেপুর সড়কের ইছালি ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের পাশে রক্তাক্ত একটি দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল হোসেন বলেন, পূবাইল-জয়দেবপুর সড়কের ইছালি ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের পাশে রমজানের লাশ পড়ে ছিল। খবর পেয়ে সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।