ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করে মাহফিলে ভোট প্রার্থনা, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আচরণবিধি লঙ্ঘন করে কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়া ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে নিজের চশমা প্রতীকে ভোট প্রার্থনা করায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রিটার্নিং অফিসার।
নোটিশের লিখিত জবাব দেয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাকে।
সোমবার (১৩ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারিজা নূর স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলামের করা অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়াকে কারণ দর্শানোর এ নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ”আসন্ন নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়া গত ১০ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০টার সময় পানজোড়া পূর্ব পাড়া এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে নিজের চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন মর্মে অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার, ২০১৬ এর ২০নং বিধি অনুযায়ী ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা করা যাবেনা।”
”এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ ২০১৬ এর (বিধিমালার-২০) অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রধানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।”
অভিযোগ সূত্রে জানা গেছে, ”নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়া গত ১০ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে নিজের চশমা প্রতীকে ভোট প্রার্থনা করা ছাড়াও নগদ অর্থ অনুদান দিয়েছেন। এছাড়াও গত উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু ফলাফল তার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি বলেও ওয়াজ মাহফিলে অভিযোগ করেন সিরাজ মিয়া।”
এর আগে ১২ ডিসেম্বর (রোববার) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলামকে আচরণবিধি মেনে চলার জন্য সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মোমেন মিয়া (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাড. সিরাজ মিয়া (চশমা)। এছাড়াও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী সদস্য পদে ১৪ প্রার্থী এবং ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নাগরী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে মোট ভোটা সংখ্যা ৩০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ১৫ হাজার ৫২৬ জন মহিলা ভোটার এবং ১৫ হাজার ১৭১ জন পুরুষ ভোটার রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারিজা নূর বলেন, ‘’আচরণবিধি লংঘন সংক্রান্ত অভিযোগ পেয়ে সোমবার (১৩ ডিসেম্বর) চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব দেয়ার জন্য নোটিশ পাওয়া পর থেকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাকে।”
উল্লেখ্য : গত ১০ নভেম্বর (বুধবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছিলেন ৫ হাজার ৯০১ ভোট।
উপনির্বাচনে মোট ৬৭.৪৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সর্বমোট ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ২০ হাজার ৩০৫ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ২০ হাজার ৭২ ভোট। আর বাতিল হয়েছিল ২৩৩ ভোট।
উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীক। এছাড়াও চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীন প্রার্থী রহিম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীকে ২৩৫ ভোট, মোজাম্মেল হক (কাকন) মোটরসাইকেল প্রতীকে ১৭৩ ভোট এবং সবচেয়ে কম ভোট পেয়েছেন আনারস প্রতীকে মজিবুর রহমান ১৪১ ভোট পেয়েছিলেন।
আরো জানতে………..
ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে সতর্ক করেছে রিটার্নিং কর্মকর্তা
নাগরী ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ
কালীগঞ্জের নাগরীসহ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর
নাগরী উপনির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী
নাগরী উপনির্বাচন: ‘রাতে সিল মারা ঠেকাতে’ কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ
নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর
নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল