অর্থপ্রাপ্তি হতে পারে মিথুনের, অর্থলাভের প্রলোভনে সাড়া দেবেন না কন্যা
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : স্ত্রীপুত্রযাত্রাফলচিন্তনানি সহাধিপেনঃ অর্থাৎ সপ্তম স্থান এবং সপ্তমপতি আপনার জন্মলগেড়ব অবস্থানের ফলে অতি সত্বর শুভফল লাভের আশা রয়েছে।
বৃষ : মাসান্তে কেতুগ্রহের প্রভাবে জাতক-জাতিকা কামপ্রবণ হয়। শুμগ্রহের ফেরে এ-সময় প্রচুর প্রেম ফোঁড়া পরিলক্ষিত হয়। চিকিৎসকের পরামর্শ নিন।
মিথুন : গ্রহগণের নবাংশের ফলে জাতকের জন্মলগেড়ব অবস্থিত রবিগ্রহের প্রভাবে অযাচিত রূপে আনন্দ বা সুখ লাভের যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি হতে পারে।
কর্কট : সুশীলভার্যশ্চ বিপ্রার্চনে কেন্দ্রী চঃ অর্থাৎ জাতকের এবার দংশনের মোক্ষম সময়। আপনার আরাধ্য বস্তু বা দয়িতাকে নিকটে পাওয়ার সঠিক সময়।
সিংহ : দশাপতি মঙ্গলগ্রহের লগড়বানুযায়ী শুভভাবের কৃপাদৃষ্টির ফলে জাতক সুসময়ের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। প্রয়োজন কেবল সুচিন্তিত সিদ্ধান্তের।
কন্যা : বুধ সপ্তমে অবস্থান করায় প্রতারণাপূর্ণ কোনো কাজে না জড়ানোই ভালো। বিত্তশালী ব্যক্তির পরামর্শে সহজে অর্থলাভের প্রলোভনে সাড়া দেবেন না।
তুলা : শনির উদয়কালীন গ্রহস্ফুট অংশ বিকলা হওয়ায়, ভ্রমণে সাবধানতা অবলম্বন করা উচিত। শারীরিক রূপে অঙ্গচ্ছেদের যোগ রয়েছে। ভ্রমণ অশুভ।
বৃশ্চিক : জাতকের মঙ্গলের অষ্টবর্গে রেখাপাতের ফলে দিবসের অষ্টপ্রহরে ক্ষুনিড়ববৃত্তি পরিত্যাজ্য। মহাকালের রোষানলে পতিতের পূর্বে আংশিক অনশন কাম্য।
ধনু : জাতকের জন্মকু-লীতে রবিগ্রহের অবস্থানের ফলে সময়টা মোটামুটি রৌদ্রছায়ার মাঝে কেটে যাবে। ক্ষণিক লাভ ক্ষণিক ক্ষতি এইরূপে দিনাতিপাত হবে।
মকর : চন্দ্রের সপ্তমবর্গে জাতকের জন্মকু-লী অনুযায়ী বিন্দুপাত ও সংখ্যাপাত বিচারে দেখা যায় স্ত্রীর প্রবাসী কোনো বন্ধুর দ্বারা সম্পদ লাভের যোগ রয়েছে।
কুম্ভ : জাতকের জন্মকু-লীতে শনিগ্রহের অবস্থানের ফলে বামাবর্তে গণনা করে দেখা যায় যে, বন্ধু-বান্ধবীর সাহায্যে কাক্সিক্ষত চাকরি লাভের সম্ভাবনা রয়েছে।
মীন : বিন্দুপাত ও সংখ্যাপাত দৃষ্টে বৃহস্পতির পঞ্চমবর্গে অবস্থানের ফলে দেখা যায় যে, জাতক নিকট কোনো আত্মীয়ার সাহায্যে শীতবস্ত্রাদি লাভ করবেন।