আইন-আদালতআলোচিতগাজীপুর

এবার গাজীপুরেও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটুক্তি করার দায়ে মেয়র পদ থেকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার গাজীপুর আদালতে এক’শ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে।

রোবাবার (২৮ নভেম্বর) গাজীপুরের চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালতে মামলাটি করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।

সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো: নুর নবী সরদার বলেন, মামলার বাদী আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের নলজানি এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো: আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক (৩৬)।

মামলার এজাহার ও আদালত সূত্র জানা গেছে,  মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত ১৩ সেপ্টেম্বর বিকেলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটুক্তি করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন, বঙ্গবন্ধু তার নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেক জেলায় ৪৫ হাজার করে মোট ত্রিশ লক্ষ লোক হত্যা করান। তার ঘৃন্য মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে সমগ্র বাংলাদেশ, বাঙালি জাতির সম্মান ক্ষুন্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। বঙ্গবন্ধু,বাংলাদেশ ও বাঙালি জাতির অপমান সহ্য করতে না পেরে বাদী সম্মানহানি হিসেবে প্রায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, মাহান নেতা বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বাংলাদেশ ও বাঙ্গলী জাতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করে আসামী দন্ডবিধি আইনের ৫০০ ধারার অপরাধ সংঘটিত করেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান ইস্যু করে পুলিশ দ্বারা গ্রেপ্তারের দাবি জানানো হয়।

উল্লেখ্য: মেয়র পদ থেকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এর আগে গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা করেন। পরে গত ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন।

 

এ সংক্রান্ত আরো জানতে…

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার মাদারীপুর ও পঞ্চগড় আদালতে মামলা

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র মামলা

গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি

মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button