কালিয়াকৈর পৌর নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নির্বাচিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাসেল নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯৪ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ছয় হাজার ৬১৮।
রোববার (২৮ নভেম্বর) পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুর্শিদ হুসাইন হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫০ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রুস্তম শরীফ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী শেখ নারিকেল গাছ ৪১৬ ভোট।
রোববার সকাল ৮টায় শুরু হয়ে দিনব্যাপি পৌরসভার ৪১টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৪৩৫ জন। এরমধ্যে মোট ৪৫ হাজার ২০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর ভেতর ১২০টি ভোট বাতিল হয়।
উল্লেখ্য: মুজিবুর রহমান কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এবং রেজাউল করিম রাসেল কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
জানা গেছে, ২০০১ সালের এপ্রিল মাসে গঠিত কালিয়াকৈর পৌরসভায় ২০০৩ সালে কার্যক্রম শুরু হয়। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মো. মজিবুর রহমান পুনরায় মেয়র হিসেবে চেয়ারে বসেন। এরপর সময় পার হলেও শ্রীফলতলী ইউনিয়নের সিমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। সর্বশেষ গত ১৫ অক্টোবর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেছিল।