গাজীপুর কণ্ঠ ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনে কোনও বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
এর আগে দুটি ফৌজদারি মামলার চার্জশিটে নাম আসায় স্থানীয় সরকার ২০২০ সালের ২৭ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার প্রশাসন। পরে ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন জানান।
হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ আজকে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে পৌর মেয়র হিসেবে জাহাঙ্গীর আলমের তার দায়িত্ব পালন করতে পারবেন।