স্বামীর পরকীয়ায় স্ত্রী হত্যা: বিচারের দাবীতে মানববন্ধন খ্রীষ্টান এসোসিয়েশনের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধু জেনিফার মনিকা গোমেজকে পরিকল্পিতভাবে হত্যার বিচারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে মানববন্ধন করেছেন খ্রীষ্টান এসোসিয়েশন।
সোমবার (১৫এপ্রিল) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিহতের পরিবারের অভিযোগ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার কারণে গত ২৮ মার্চ শ্রীপুরে কেওয়া দক্ষিণ খন্ড এলাকায় গৃহবধু মনিকা গমেজকে পরিকল্পিত ভাবে নির্যাতন করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে স্বামী, শ্বশুর ও শ্বশুরী।
এঘটনার সাথে ঘাতক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার দাবীতে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা।
শ্রীপুরে পৌর শহরের কেওয়া দক্ষিণ খন্ডের অতুল গমেজের ছেলে হিমেল গমেজ নিহত মনিকা গমেজের স্বামী। তাদের আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছ। কালিগঞ্জের নাগরী এলাকার মনিকা গমেজকে কয়েক বছর আগে হিমেলের সঙ্গে বিয়ে হয়েছিল।
এঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে ঘাকত হিমেল পলাতক রয়েছে।
শ্রীপুর থানা সূত্র জানায়, নিহতের শ্বাশুরী ফিলমিনা গমেজকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
এসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি দিগন্ত রড্রিক্স এর সভাপতিতে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, নিহত জেনিফার মনিকার জেঠা মেজর জেনারেল(অব:) জন গমেজ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, নিহতের মা ললিতা এলিজাবেথ গমেজ, মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, মুক্তিযোদ্ধা বি কে দাস ও ব্যবসায়ী সমিরণ বাড়ৈ প্রমূখ। সমাবেশে বক্তারা হত্যাকান্ডের নিন্দা জানান এবং জড়িতদের শাস্তি দাবী জানান।
মানববন্ধন শেষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমাযূন কবীরের সাথে দেখা করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।