আবারো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাজীপুরের এসএম শফিউল্লাহ্
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম) আবারো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ‘অক্টোবর মাসে ঢাকা রেঞ্জের প্রথম স্থান অধিকারী অফিসারদের পুরস্কার গ্রহণের জন্য ঢাকা রেঞ্জ অফিসে হাজির হওয়া প্রসঙ্গে জানানো যাচ্ছে, ঢাকা রেঞ্জের জেলাসমূহের অফিসারদের বিভিন্ন সাফল্যের উপর ভিত্তি করে ‘অক্টোবর-২০২১’ এর প্রথম স্থান অধিকারী হিসেবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা পুরস্কার গ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় ঢাকা রেঞ্জ অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
‘ঢাকা রেঞ্জের প্রথম স্থান অধিকারী পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম)।’
জানা গেছে, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্’ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অক্টোবর মাসে ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরীর মধ্যে আরো দুইটি ক্যাটাগরীরতে গাজীপুর জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
তারা হলো, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআই। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আলম সিদ্দীক।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ চলতি বছরের ২১ মার্চ গাজীপুরে যোগদান করেন।
উল্লেখ্য: এর আগে ‘অক্টোবর-২০২১’ মাসেও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
গত ১৯ অক্টোবর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা ‘অক্টোবর-২০২১’তে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাঁর সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে এসএম শফিউল্লাহ্’র নাম ঘোষণা করেছিলেন। এবং সে সময় তাঁকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
এছাড়াও সেপ্টেম্বর মাসে ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরীর মধ্যে আরো তিনটি ক্যাটাগরীরতে গাজীপুর জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।
পুলিশ সুপারের পাশাপাশি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক এবং অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম।
তাঁরাও ঢাকা রেঞ্জের ডিআইজি’র কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন।
সে সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জের ১২ জেলার পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।
এস.এম. শফিউল্লাহ্ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিসি ইতিপূর্বে অনন্য সাধারন কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” এবং ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন।
এস.এম. শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এস.এম.শফিউল্লাহ্ দুই সন্তানের জনক।
আরো জানতে…..
ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্
ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন
গাজীপুরের নতুন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ