কালীগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, যুবলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ভাঙচুর, ছিনতাই ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের এক নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমদ।
অভিযুক্তরা হলো, চুপাইর এলাকার আফতাব উদ্দিন (৬৫), খাইরুল ইসলাম (৪৫), কামরুল শেখ (৪০), ইব্রাহীম বাগমার (৩৫), মানিক (৩৫), রুস্তম আলী বাগমার (৭০), হরিলাল দেবনাথ (৪০), হরিপদ দেবনাথ (৬৫), প্রফুল্ল দেবনাথ (৪৫), গাফফার খাঁ (৪৫) এবং সোলাইমান (৪০)।
তাদের মধ্যে কামরুল শেখ জামালপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
মামলার বাদী চুপাইর এলাকার মৃত নবীন দেবনাথের ছেলে বীরেন্দ্র দেবনাথ (৬০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী বীরেন্দ্র দেবনাথ তাঁর বসত বাড়ির পূর্ব দিকে প্রায় ১৫ বছর পূর্বে নিজস্ব জমিতে মন্দির নির্মাণ করে। ওই মন্দিরে নিয়মিত পূজা উদযাপন করা হয়। বীরেন্দ্র দেবনাথের সঙ্গে দীর্ঘদিন যাবৎ মন্দিরের জমি নিয়ে অভিযুক্তদের বিরোধ চলছে। এরই জের ধরে রোববার সকাল ১০টার দিকে অভিযুক্তরা আরো ১৫ জন অজ্ঞাত আসামিসহ লাঠি-সোটা নিয়ে মন্দিরে প্রবেশ করে। পরে সময় তারা মন্দিরে থাকা কালী, মহাদেব, জয়া ও বিজয়া প্রতিমা ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। সে সময় তাদের বাঁধা দিতে বীরেন্দ্র দেবনাথের স্ত্রী চায়ানিকা দেবনাথকে (৫৫) এগিয়ে আসলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও চায়ানিকা দেবনাথের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তার কাপড়-চোপড় টানা হেচড়া করে তাকে শ্রীলতাহানি করে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমদ বলেন, মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে {মামলা নাম্বার ৬(১১)২১}। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানতে….
কালীগঞ্জে শিব মন্দিরের গেইট ভাঙচুর!