পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন গাজীপুরের ডিসি তরিকুল ইসলাম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস. এম. তরিকুল ইসলামকে (৬৮৭২) যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এস. এম. তরিকুল ইসলামকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
(বিসিএস) ২০ তম ব্যাচের কর্মকর্তা এস. এম. তরিকুল ইসলাম ২০১৯ সালের ২৩ জুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে গাজীপুরে যোগদান করেন।
আরো জানতে…………
জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছেন এস. এম. তরিকুল ইসলাম
গাজীপুরের নতুন ডিসি এস. এম. তরিকুল ইসলাম