সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ কাজ করবে: পূবাইলে জিএমপি কমিশনার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম(বার) বলেছেন, যতদিন থাকব, ততদিন সকল প্রকার অপকর্ম থেকে জিএমপিকে মুক্ত রাখবো।
মাদক, জুয়া, অবৈধ রিসোর্টস, হোটেল ব্যবসা, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে জিএমপি’র পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।
বৃহস্পতিবার সকালে জিএমপি’র পূবাইল থানা পরিদর্শনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন পুলিশ কমিশনার।
তিনি আরো বলেন, যার বিরুদ্ধ অভিযোগ পাওয়া যাবে হতে পারে পুলিশও, সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, কোন প্রকার ছাড় দেয়া হবেনা।
পূবাইল থানা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন, জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার ( ক্রাইম) শরিফুল হক, সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম(বিপিএম) এবং পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রমূখ।