গাজীপুর

কালীগঞ্জে দোকানে আটকে রেখে এক শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মুদি দোকান থেকে তেল ক্রয় করতে গেলে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (৭) দোকানে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দোকান মালিক লম্পট জামাল উদ্দিনের (৫০) বিরুদ্ধে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)’ ধারায় একটি মামলা দায়ের করেছেন {মামলা নাম্বার (২১(৯)২১}।

এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার চৌড়া আগুইন্না বাড়ি এলাকায় ওই শিশু শিক্ষার্থীকে দোকানে আটকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত লম্পট।

অভিযুক্ত জামাল উদ্দিন ওই এলাকার ছামেদ আলীর ছেলে। জামাল উদ্দিন এলাকায় লম্পট হিসেবে পরিচিত।

ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা আটো রিকসা চালক এবং মা হা-মীম গ্রুপে শ্রমিকের কাজ করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘মঙ্গলবার সকালে তিনি ও তার স্ত্রী বাড়ির বাহিরে কাজে যান। সে সময় তার দুই মেয়ে বাড়িতে ছিল। রাত দশটার দিকে কাজ শেষে তারা দু’জন বাড়ি ফিরেন। সে সময় বড় মেয়ে তাদের জানায় দুপুর ১টার দিকে তার ছোট বোন তেল কিনতে অভিযুক্ত জামাল উদ্দিনের মুদি দোকানে যায়। পরে দোকানদার তার ছোট বোনকে দোকানের ভেতরে নিয়ে যায়। সে বাড়ি ফিরতে দেরি হওয়ায় দোকানে গিয়ে সে দেখে সাটার অর্ধেক বন্ধ। তখন সাটার খুলে সে দেখে দোকানের ভেতরে জামালসহ তার ছোট বোন অর্ধ বিবস্ত্র অবস্থায় রয়েছে। অভিযুক্ত জামাল উদ্দিন তার বোনকে ধর্ষণের চেষ্টা করে বলে তখন ছোট বোন তাকে জানায়।’

স্থানীরা বলেন, অভিযুক্ত জামাল উদ্দিন তার দোকানের ভেতরে একটি খুপরি ঘরে বানিয়েছে। সে পূর্বেও দোকানের খুপরি ঘরে এ ধরনের অপকর্ম করেছে। জামাল উদ্দিন এলাকায় লম্পট হিসেবে পরিচিত।

ভুক্তভোগীর বাবা বলেন, রাতেই বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়। পরে তাঁরা জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কল করার পরামর্শ দেন। এরপর ৯৯৯ নাম্বারে কল করলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার দুপুরে মামলা দায়ের করা হয়। পরে বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমরা মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় পুলিশ। অভিযুক্ত জামাল উদ্দিনকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন এ বিষয়ে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

 

আরো জানতে….

কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পে বীর মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণের চেষ্টা, ১১ ঘন্টায় চার্জশিট দাখিল

কালীগঞ্জে তরুণী ধর্ষণ: পুলিশের ‘কথিত’ সোর্সদের বিরুদ্ধে মামলা!

কালীগঞ্জে রাব্বি হত্যা: সে দিন যা ঘটেছিল, গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন?

কালীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী: পলাতক অভিযুক্ত বখাটে

নানা নাটকীয়তার পর কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা!

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে

কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার

কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা

কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক

কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক

কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button